ITV News
Infinity TV News

এবার ব্যবসায় নামলেন অভিনেত্রী সামান্থা

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

এবার ব্যবসায় নামলেন এই অভিনেত্রী। শনিবার তার ফ্যাশন ব্র্যান্ড চালুর ঘোষণা দিয়েছেন সামান্থা। এটির নাম দিয়েছেন ‘সাকি’।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘অবশেষে সাকি চলে এসেছে। আমার ও আমার বেবির অনেকদিনের স্বপ্ন সাকি। এটি আমার দীর্ঘ পথচলা ও ফ্যাশনের প্রতি ভালোবাসার প্রতিফলন। খুব শিগগির এটি চালু হবে। আশা করব আপনারা এটি পছন্দ করবেন।’

তার টুইটে একটি ভিডিও পোস্ট করেছেন সামান্থা। এতে তিনি জানিয়েছেন, তার ব্র্যান্ডের পোশাক সকলের ক্রয়সাধ্যের মধ্যে থাকবে। পাশাপাশি পোশাকের প্রত্যেকটি ডিজাইনে তার অবদান রয়েছে। বর্তমানে সামান্থার ঝুলিতে দু’টি প্রজেক্ট রয়েছে।

এর মধ্যে সম্প্রতি ‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের শুটিং শেষ করেছেন তিনি। এ ছাড়া ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন বিজয় সেতুপাতি ও নয়নতারা।

Leave A Reply

Your email address will not be published.